শিবচরে ৭১ চত্বরে ঘুমন্ত শিশুসহ অবস্থান জাজি
শিবচরের ৭১ চত্বরে এক ব্যক্তি (নাম: হারুন ঢালী, ঠিকানা: জাজিরা, শরীয়তপুর) একটি ছোট ঘুমন্ত শিশুসহ অবস্থান করছেন। তিনি দাবি করছেন, শিশুটি তার নিজ সন্তান এবং তার স্ত্রীর নাম হোসনেআরা।
স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করে সকালের বাংলাদেশকে বলেন, শিশুটির নিরাপত্তা ও পরিচয় নিশ্চিত করতে জাজিরাবাসীর সহযোগিতা কামনা করেছেন।
যদি কেউ হারুন ঢালীকে চিনে থাকেন বা শিশুটির পরিচয় সম্পর্কে নিশ্চিত তথ্য দিতে পারেন, অনুগ্রহ করে শিবচর প্রশাসন বা শিবচর থানা সঙ্গে দ্রুত যোগাযোগ করুন।
উল্লেখযোগ্য শিশুটি সুস্থ অবস্থায় রয়েছে, তবে দীর্ঘ সময় খোলা স্থানে অবস্থানের কারণে শিশুটির সার্বিক নিরাপত্তা ও যত্ন নিশ্চিত করা প্রয়োজন।
যাতে শিশুটি উপযুক্ত সুরক্ষা পায় এবং প্রয়োজনে প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করেন।
মাজহারুল ইসলাম সম্পাদিত এবং বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান-এর তত্ত্বাবধানে, বেপারী অ্যান্ড ব্রাদার্স লিমিটেড-এর প্রকাশনায়, ৭০, কমলাপুর, মতিঝিল, ঢাকা থেকে প্রকাশিত।
দৈনিক সকালের বাংলাদেশ-এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।