৩১ জুলাই ২০২৫: প্রাথমিক বৃত্তি পরীক্ষা থেকে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ বাতিলের প্রতিবাদে সাভারে এক নজিরবিহীন প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। ফেডারেশন অব কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন (ফোকা), সাভার-এর উদ্যোগে আয়োজিত এই বিশাল মানববন্ধনে সহস্রাধিক শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক অংশ নেন।
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, সকাল ১০:৩০টায় সাভার উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক পরিপত্রে বলা হয়, ২০২৫ সাল থেকে কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এই সিদ্ধান্তকে 'বৈষম্যমূলক' ও 'শিক্ষার সাম্য নীতির পরিপন্থী' আখ্যা দিয়ে এর তীব্র প্রতিবাদ জানান।
মানববন্ধনে সাভার অঞ্চলের প্রায় ১ হাজার কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠান এবং ৩০টি শিক্ষক অ্যাসোসিয়েশনের সদস্যরা যোগ দেন, যা এই অঞ্চলে বেসরকারি শিক্ষা খাতের ইতিহাসে বৃহত্তম সম্মিলিত প্রতিবাদ হিসেবে বিবেচিত হচ্ছে। অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে তাদের দাবি তুলে ধরেন। ব্যানারগুলোতে "শিক্ষা নিয়ে বৈষম্য, মানি না, মানব না", "বৃত্তি পরীক্ষায় সুযোগ পাওয়া আমাদের অধিকার" ইত্যাদি স্লোগান লেখা ছিল।
ফেডারেশন অব কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের (ফোকা) চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম জিতু তার বক্তব্যে বলেন, "এই একতরফা সিদ্ধান্ত দেশের লক্ষ লক্ষ কিন্ডারগার্টেন শিক্ষার্থীর মনোবলে চরম আঘাত হেনেছে। এটি সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে একটি স্পষ্ট বিভাজন তৈরি করছে, যা জাতীয় শিক্ষানীতির অন্তর্ভুক্তিমূলক আদর্শকে প্রশ্নবিদ্ধ করে। আমরা দশকের পর দশক ধরে দেশের শিক্ষাব্যবস্থায় অবদান রেখে আসছি, কিন্তু এই সিদ্ধান্ত আমাদের সেই অবদানকে অস্বীকার করার শামিল।"
মানববন্ধনে উপস্থিত হয়ে একাত্মতা ঘোষণা করেন সাভার-আশুলিয়া (ঢাকা-১৯) আসনের সাবেক সংসদ সদস্য জনাব ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। তিনি সরকারের এই সিদ্ধান্তকে অনভিপ্রেত উল্লেখ করে বলেন, "শিক্ষা প্রতিটি শিশুর মৌলিক অধিকার। কিন্ডারগার্টেনের কোমলমতি শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা থেকে বঞ্চিত করার এই সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি সরকারের কাছে এই বৈষম্যমূলক পরিপত্র অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।"
এ সময় আরও বক্তব্য রাখেন ফেডারেশনের উপদেষ্টা জনাব রফিকুল ইসলাম, জনাব নুরুজ্জামান তালুকদার, মানববন্ধন কর্মসূচির আহ্বায়ক জনাব লুৎফর রহমান মোল্লাসহ বিভিন্ন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। তারা সকলেই এক বাক্যে এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানান এবং হুঁশিয়ারি দেন যে, দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
প্রতিবাদ কর্মসূচির মূল বার্তা ছিল স্পষ্ট— "শিক্ষা সবার অধিকার, শিক্ষা নিয়ে কোনো বৈষম্য নয়।" অংশগ্রহণকারীরা সরকারের কাছে অবিলম্বে এই পরিপত্র প্রত্যাহার করে দেশের সকল শিক্ষার্থীর জন্য বৃত্তি পরীক্ষায় সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
মাজহারুল ইসলাম সম্পাদিত এবং বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান-এর তত্ত্বাবধানে, বেপারী অ্যান্ড ব্রাদার্স লিমিটেড-এর প্রকাশনায়, ৭০, কমলাপুর, মতিঝিল, ঢাকা থেকে প্রকাশিত।
দৈনিক সকালের বাংলাদেশ-এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page