ভোলার মনপুরায় বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে জুলাই অভ্যুত্থান উদযাপনে উপলক্ষে মনপুরা রিপোর্টাস ক্লাব কর্তৃক মঙ্গলবার (০৫ অগাস্ট-২৫ খ্রিস্টাব্দ বেলা ৩ঃ৩০ ঘটিকার সময় রিপোর্টাস ক্লাব হলরুমে দোয়া ও আলোচনা সভা কুইজ প্রতিযোগিতা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
স্মরন সভায় সভাপতিত্ব করেন, রিপোর্টার্স ক্লাবের যুগ্ন আহ্বায়ক হুমায়ুন কবির। সভা সঞ্চালনা করেন রিপোর্টার্স ক্লাবের প্রস্তাবিত সদস্য মিজানুর রহমান।
এসময় স্বাগত বক্তব্য রাখেন রিপোর্টার ক্লাবের সম্মানিত আহবায়ক মেহেদী হাসান নিশান। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা জামাতে আমির মাওলানা জসিম উদ্দিন, মাওলানা শাহজাহান, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মিলন মাতাব্বর, আরো বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল নেতা আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা দলের সভাপতি ও মনপুরা উপজেলা মানবাধিকার সংস্থার এর মহিলা বিষয়ক সম্পাদকা মিসেস শামসুন্নাহার মিনু চৌধুরী সহ মনপুরা উপজেলার রিপোর্টাস ক্লাব সদস্যগন, অন্যান্য শিক্ষার্থী ও অতিথিবৃন্দ।
বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরনে পরীক্ষা সংগীত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।পরে দোয়া মুনাজাতের মাধ্যমে শহিদদের আত্নার মাগফেরাত কামনা করা হয়েছে।পরে রিপোটার্স ক্লাব থেকে র্যালি উপজেলা প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়
You cannot copy content of this page