দ্বীপ জেলা জেলার বিছিন্ন দ্বীপ মনপুরা উপজেলার দুর্গম একটি ইউনিয়নের একটি চর ৫ নং কলাতলি ,৭নং ওয়ার্ড বসবাস করেন আব্দুর রহমান নামের এক ব্যাক্তি,যিনি পরোপকারী এক জন আদর্শবান ব্যাক্তি পেশাগত ভাবে তিনি চর কলাতলি ইউনিয়নের একজন মৎস্য ব্যবসায়ী, সাধারণত তিনি মানুষের দুঃখ-কষ্ট বেশি একটা সহ্য করতে পারেন না বলে জানান এলাকাবাসী। এলাকাবাসীরা জানান যদি শুনেন কোন মানুষ বিপদে পড়ে আছে তখন আব্দুর রহিম নিজে আর্থিক ও মানুষিক ভাবে পাশে দাড়ান । করে থাকেন অসহায় হতদরিদ্র পরিবারদের সাহায্য সহযোগিতা ।
উক্ত বৈরী আবওহায়া পরিস্থিতিতে কলাতলি ইউনিয়ন জোয়ারের পানিতে প্লাবিত হলে সেখানে তিনি এলাকাবাসীর জন্য শুকনো খাবারের ব্যবস্থা করেন এবং নিজে ছুটে যান শুকনো খাবার নিয়ে বলেও এলাকাবাসী সূত্রে জানা যায়।
আব্দুর রহমান পণ্ডিতকে জিজ্ঞাসা কারলে তিনি বলেন কলাতলিতে আমি বসবাস করি এখানে সাধারণ মানুষ কষ্টের মাঝে থাকবে এটা আমার বিবেকে বাধা দেয়, যার কারনে আমি নিজে সামান্য কিছু সহায়তা নিয়ে তাদের পাশে দাড়াই,এতে আমার মনে শান্তি পাই,এছাড়াও তিনি আরো বলেন ৫ নং কলাতলী ইউনিয়নের মানুষ হলো আমার পরিবারের মতো ওরা ভালো থাকলে আমি ও ভালো থাকি।
মাজহারুল ইসলাম সম্পাদিত এবং বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান-এর তত্ত্বাবধানে, বেপারী অ্যান্ড ব্রাদার্স লিমিটেড-এর প্রকাশনায়, ৭০, কমলাপুর, মতিঝিল, ঢাকা থেকে প্রকাশিত।
দৈনিক সকালের বাংলাদেশ-এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।