‘নিজ নিজ পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখুন, ডেঙ্গু মুক্ত থাকুন’ এই শ্লোগান নিয়ে বৃহস্পতিবার সকালে আমতলীতে মশাবাহিত রোগ ডেঙ্গু ও চিকনগুনিয়া বিষয়ে সচেতনতা সৃষ্টি ও মশার উৎপত্তিস্থল দূরীকরণে ব্র্যাক ৪দিন ব্যাপী এক ক্লিনিং ক্যাম্পেইন শুরু করেছে। ক্যাম্পেইনে সহযোগিতা করেন জাতীয় ম্যালেরিয়া নিমর্ূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচী স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ৪দিন ব্যাপী ক্যাম্পেইন শেষ হবে আগামী ২৬ আগস্ট মঙ্গলবার। ক্যাম্পেইন চলাকালে তারা পৌরশহরের অলিগলি এবং পৌরসভা কার্যালয়, হাসপাতাল, উপজেলা পরিষদের অভ্যন্তরে, গুরুত্বপূর্ন সড়ক ও জনবহুল স্থানে ময়লা আবর্জনা, প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, পুরাতন টায়ার পরিস্কার করে মানুষকে উদ্ধুদ্ধ করেন। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন, আমতলীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর চিকিৎসক ডা. মাসুম বিল্লাহ, স্বাস্থ্য পরিদর্শক লাভলী ইয়াসমিন ও উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সাবেরা পারভীন, ব্র্যাক জেলা ব্যবস্থাপক ওয়াস স্বাস্থ্য কর্মসূচী মো. শফিকুল ইসলাম, ব্র্যাক আমতলী দাবীর সিনিয়র এরিয়া ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম প্রমুখ। সার্বিক ভাবে এ ক্লিনিং ক্যাম্পেইন পরিচালনা করেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচীর প্রোগ্রাম অফিসার অনাদি মন্ডল। ৪দিন ব্যাপী এ ক্যাম্পেইন শেষ হবে আগামী ২৬ আগস্ট মঙ্গলবার।
মাজহারুল ইসলাম সম্পাদিত এবং বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান-এর তত্ত্বাবধানে, বেপারী অ্যান্ড ব্রাদার্স লিমিটেড-এর প্রকাশনায়, ৭০, কমলাপুর, মতিঝিল, ঢাকা থেকে প্রকাশিত।
দৈনিক সকালের বাংলাদেশ-এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।