মাদারীপুরের শিবচরে ট্রেনের অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪০) মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৪৭ নম্বর বড় কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনে দুর্ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, সোমবার বিকেলে রেললাইন পার হচ্ছিলেন ওই ব্যক্তি।
এ সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মানসিক ভারসাম্যহীন ছিলেন ওই ব্যক্তি। তাকে অনেকদিন ধরেই শিবচরের পাঁচ্চর, কুতুবপুর এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। তার নাম-পরিচয় কেউ নিশ্চিত করতে পারেনি।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
You cannot copy content of this page