আজ সকালে পাথরঘাটা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সুইডেন সরকারের আর্থিক সহায়তায় ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এনএসএস'র উদ্যোগে সিআরইএ প্রকল্পের আওতায় সরকারী সেবাদানকারী ও অন্যান্য স্টেকহোল্ডারের সাথে ডায়লগ অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নীল রতন সরকার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মুনিরুল ইসলাম, পাবলিক প্রসিকিউটর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এ্যডভোকেট নাহিদ সুলতানা লাকি ও সাব ইন্সপেক্টর ভাস্বর চন্দ্র।
এতে অন্যান্যর মধ্যে বক্তৃতা করেন সিআরইএ প্রকল্প সমন্বয়কারী নারগীস পারভিন মুক্তি, গ্রুপ সদস্য লিজা খাতুন, পাপড়ী রাণী, কবির হোসেন।
অংশগ্রহণকারীরা ভেরীবাধ নির্মান, স্লুইস গেট মেরামত, সুপেয় পানির ব্যবস্থা, সাইক্লোন সেল্টার মেরামত ও রক্ষণাবেক্ষণ, বাল্যবিবাহ বন্ধ, চিকিৎসা সেবা সহজ লভ্য করাসহ সরকারী সেবায় প্রবেশাধিকারের দাবী উপস্থাপন করেন । তাছাড়া জেলে সম্প্রদায়ের জন্য মাছ ধরা নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে কাজ ও খাদ্য সহায়তার দাবী জানান ।
মাজহারুল ইসলাম সম্পাদিত এবং বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান-এর তত্ত্বাবধানে, বেপারী অ্যান্ড ব্রাদার্স লিমিটেড-এর প্রকাশনায়, ৭০, কমলাপুর, মতিঝিল, ঢাকা থেকে প্রকাশিত।
দৈনিক সকালের বাংলাদেশ-এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page