বরগুনার আমতলীতে একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধ (৭০) এর মরদেহ উদ্ধার করেছে আমতলী থানা পুলিশ।
শনিবার (২৩ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার আমতলী- কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের খুড়িয়ার খেয়াঘাট এলাকায় সড়কের পাশের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ওই বৃদ্ধেও নাম ও পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, আজ শনিবার সকালে ওই বৃদ্ধকে ঘটনাস্থলের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখা যায়। স্থানীয়রা জানায়, ওই বৃদ্ধ দেখে মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে। বিকেলে স্থানীয় লোকজন সড়কের পাশে পুকুরের পানিতে লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। বিকেলে ৫ টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জগলুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধারের পর মরদেহ ময়না তদন্তের জন্য বরগুনা সদর হাসপাতাল পাঠানো হয়েছে। এখনো নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।
মাজহারুল ইসলাম সম্পাদিত এবং বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান-এর তত্ত্বাবধানে, বেপারী অ্যান্ড ব্রাদার্স লিমিটেড-এর প্রকাশনায়, ৭০, কমলাপুর, মতিঝিল, ঢাকা থেকে প্রকাশিত।
দৈনিক সকালের বাংলাদেশ-এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page