বরগুনার আমতলীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির শীর্ষ পর্যায়ের চার ছাত্র নেতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি ছেড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন। নতুন যোগ দেওয়া নেতৃবৃন্দরা হলেন, মোহাম্মদ নাসিম মাহমুদ, ইমামুল হাসান আশিক, মোহাম্মদ রেদোয়ান মৃধা ও আব্দুল্লাহ আল নোমান।
আজ বুধবার সকালে আমতলী উপজেলা ছাত্রদল কার্যালয়ে, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ হেলাল চৌকিদার ও সদস্য সচিব মোহাম্মদ ইমরান খানের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিক ভাবে তারা ছাত্রদলে যোগদান করেন। এ সময় যোগদানকারী ছাত্র নেতারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির মাধ্যমে সুন্দর সমাজ ও দেশ গড়ে তোলা সম্ভব নয়।তাই শহিদ রাষ্টপতি জিয়াউর রহমানের আদর্শ, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আপোষহীন সংগ্রাম, নীতি আদর্শের প্রতি আনুগত্য ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক কর্মকান্ডে অনুপ্রানিত হয়ে তারা ছাত্রদলে যোগদান করেছেন। যোগদান অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমতলী উপজেলা ও কলেজ শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাজহারুল ইসলাম সম্পাদিত এবং বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান-এর তত্ত্বাবধানে, বেপারী অ্যান্ড ব্রাদার্স লিমিটেড-এর প্রকাশনায়, ৭০, কমলাপুর, মতিঝিল, ঢাকা থেকে প্রকাশিত।
দৈনিক সকালের বাংলাদেশ-এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page