ভোলার মনপুরায় নিজ বাড়ির গাছের সাথে গলায় ফাঁস দিয়ে এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যার ঘটনা ঘটেছে।মঙ্গলবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিউয়নের ২নং ওয়ার্ডে বাসিন্দা ইউসুফ রাঢ়ীর বাড়ি থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০ টায় ময়নাতদন্ত ছাড়াই ওই শিক্ষার্থীর মরদেহ দাফন করা হয়।
এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ না করায় ওই শিক্ষার্থীর মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির।
মৃত তানিয়া আক্তার সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ও উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা ইউসুফ রাঢ়ীর মেয়ে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার স্কুল ক্লাস করেন বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েন তানিয়া। পরে ঘুম থেকে ওঠে রাতর খাবার খান। রাতে তানিয়ার বাবা মাছ ধরতে নদীতে যান ও মা ছোট ভাইকে ঘুমিয়ে পড়েন। একপর্যায়ে মেয়ের কোন সাড়া না পেয়ে খুঁজতে থাকেন মা। পরে বাড়ির পিছনে গিয়ে গাছের সাথে ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় তানিয়াকে দেখতে পান। পরে মনপুরা থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
এদিকে মৃত তানিয়া আক্তারের বাবা ইউসুফ রাঢ়ী ও মা মেয়ের আত্মহত্যার ঘটনার ব্যাপার নিয়ে কিছু বলতে রাজি হননি।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান কবির জানান, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
তবে ওই শিক্ষার্থী কেন ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।
মাজহারুল ইসলাম সম্পাদিত এবং বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান-এর তত্ত্বাবধানে, বেপারী অ্যান্ড ব্রাদার্স লিমিটেড-এর প্রকাশনায়, ৭০, কমলাপুর, মতিঝিল, ঢাকা থেকে প্রকাশিত।
দৈনিক সকালের বাংলাদেশ-এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page