বিশ্ব ইজতেমা কে কেন্দ্র করে ইজতেমা মাঠ প্রাঙ্গণ সহ আশেপাশে কোন দোকান বসতে দেওয়া হবে না।
রোববার ২৮ জানুয়ারি সকাল বেলা আব্দুল্লাহপুর সংলগ্ন ঐতিহ্যবাহী টঙ্গীর ইজতেমা ময়দানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি ও ইজতেমা মাঠ পরিদর্শন কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার বলেন ।
ইজতেমা মাঠ সংলগ্ন কামারপাড়া রোড সহ আশেপাশের এলাকায় কোন প্রকার অবৈধ দোকান ও হকার কে বসতে দেওয়া হবে না। এলাকার স্থায়ীভাবে যারা দোকান করে তারাও তাদের দোকানের সামনে কোন হকার বা ভাসমান দোকান বসাতে পারবেনা । যদি কোন দোকানদার অথবা কোন তৃতীয় পক্ষ অবৈধভাবে ফুটপাতে দোকান বসানোর চেষ্টা করে তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিশ্ব ইজতেমাকে সামনে রেখে এবার ব্যতিক্রম ধর্মী এ উদ্যোগ নেওয়া হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি আরো বলেন এবারের বিশ্ব ইজতেমা কে সামনে রেখে গাজীপুর মহানগর ৬০০০ এরও বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য মোতায়েন থাকবে।
এছাড়া ডিএমপি ও গোয়েন্দা সংস্থার বিপুল শঙ্খক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন ও দায়িত্ব পালন করবেন। আগামী ফেব্রুয়ারি মাসের ২ তারিখ থেকে শুরু হচ্ছে ২০২৪ ইংরেজি বছরের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। প্রথম পর্ব চলবে ৪ফেব্রুয়ারি পর্যন্ত। চারদিন বিরতি দিয়ে ৯ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে এবং ১১ তারিখ পর্যন্ত চলবে।
You cannot copy content of this page