মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর এলাকায় রেলওয়ে জমির বৈধ লিজগ্রহীতার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা ও মনগড়া অপপ্রচারের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২০/৯/২৫) দুপুরে পাঁচ্চর বাজারের রেলওয়ে ব্রীজে নিচে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রেলওয়ে জমির বৈধ লিজধারী রাসেল মিয়া ও সেলিম রেজা।
রাসেল মিয়া বলেন, “সম্পূর্ণ বৈধ প্রক্রিয়ায় রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে আমরা এই জমি লিজ নিয়েছি। কিন্তু একটি কুচক্রী মহল আমাদের সামাজিক ও পেশাগত ক্ষতি করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে।”
সংবাদ সম্মেলনে আরও দাবি করেন, “আমরা নিয়ম মেনে লিজ নিয়েছি, সরকারি বিজ্ঞপ্তি ও অনুমোদনের ভিত্তিতে জমি ব্যবহার করছি। অথচ একটি মহল সামাজিক মাধ্যমে ভুয়া কাগজ ও জালিয়াতির অভিযোগ তুলে আমাদের সম্মানহানি করছে।”
তারা সংশ্লিষ্ট প্রশাসন, রেলওয়ে কর্তৃপক্ষ এবং আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান, “এই অপপ্রচারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে সত্যতা যাচাই করে দোষীদের বিচারের আওতায় আনা হোক।”
এ সময় পাঁচ্চর বাজারে ইজারাদার মোঃ ওসমান খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এবং তারা এ ধরনের অপপ্রচারের নিন্দা জানান।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মাজহারুল ইসলাম সম্পাদিত এবং বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান-এর তত্ত্বাবধানে, বেপারী অ্যান্ড ব্রাদার্স লিমিটেড-এর প্রকাশনায়, ৭০, কমলাপুর, মতিঝিল, ঢাকা থেকে প্রকাশিত।
দৈনিক সকালের বাংলাদেশ-এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page