ভোলার মনপুরা উপজেলার ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের আলমপুর রাস্তার মাথায় স্থানীয় (নারী ও পুরুষদের) সাথে নাছির রাড়ী ও সেলিম রাড়ীর জুলুম,অত্যাচার, নির্যাতনের স্বীকার এর প্রমান পাওয়ায় ঐ এলাকায় বিএনপির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় আজ ২০ -সেপ্টেম্বর শনিবার বেলা ৫ ঘটিকার সময়।
সভার এক পর্যায়ে প্রধান অতিথি হিসেবে টেলিকন্ফারেন্সে বক্তব্য রাখেন,ভোলা-৪(চরফ্যাশন ও মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য, ডাকসুর সাবেক এজিএস জনাব আলহাজ্ব মো নাজিম উদ্দীন আলম।
এসময় তিনি স্থানীয় নের্তৃবৃন্দদের ঐক্যবদ্ধ থেকে সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান।এবং কেউ বিএনপির নাম দিয়ে এলাকায় দাপিয়ে বেড়াতে চাইলে তাকে আইনের আওতায় এনে প্রশাসনের হাতে তুলে দেয়ার নির্দেশ দেন তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মনপুরা উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক এবং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন বিএনপি ও উত্তর সাকুচিয়া ইউনিয়ন বিএনপির প্রধান_সমন্বয়ক মো মাহবুবুল আলম শাহিন,সভায় সভাপতিত্ব করেন, উত্তর সাকুচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আলহাজ্ব আবদুল মোতালেব মেম্বার। এসময় বক্তারা বলেন মো নাছির রাড়ী ও সেলিম রাড়ীর জুলুম,অত্যাচার,নির্যাতন,ও হয়রানির স্বীকার হওয়া ঐ এলাকার নারি পুরুষ সকলে মনপুরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে পরে নেতার সততা যাচাইয়ে এলাকায় এসে যথাযথ প্রমান পাওয়ায় তাদের দুইজন বিএনপির কেউ না এমন দাবি করে নেতারা বলেন যদি নাছির ও সেলিম বিএনপির নাম বাঙ্গিয়ে কোনো ধরনের অপকর্ম করতে চায় থাকে গাছের সাথে বেধে রেখে নেতাদের খবর দেয়ার নির্দেশ দেন।এতে ঐ এলাকার স্হানীয়রা বিএনপির সফলতা কামনা করেন।
এসময় মনপুরা উপজেলা বিএনপি ও সকল সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page