আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলায় যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন চরফ্যাশন থেকে স্পীড বোট যোগে মনপুরার এক পথসভায় যোগ দেন। আজ ২১ সেপ্টেম্বর রোজ রবিবার দুপুরে উপজেলার হাজির হাটের বিভিন্ন স্থানে ঘুরে তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন।পথসভায় নুরুল ইসলাম নয়ন বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও সাধারন মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় যুবদল সবসময় রাজপথে থাকবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে ও জানান তিনি।”
এ সময় তিনি স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলকে শক্তিশালী করার আহ্বান জানান। নয়ন আরো বলেন, “মনপুরার মতো দূরবর্তী অঞ্চলেও মানুষের মধ্যে পরিবর্তনের অনেক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। যুবসমাজের এই জাগরণই আগামী দিনের আন্দোলনের মূল শক্তি ও ভবিষ্যৎ হিসেবে থাকবে।”
এসময় উপস্থিত ছিলেন মনপুরা উপজেলার বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ আরো অনেকে।
পথসভায় জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদলের স্থানীয় নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ মনপুরার বিভিন্ন এলাকা থেকে দলে দলে যোগ দিয়ে সভায় উপস্থিত হন।
মাজহারুল ইসলাম সম্পাদিত এবং বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান-এর তত্ত্বাবধানে, বেপারী অ্যান্ড ব্রাদার্স লিমিটেড-এর প্রকাশনায়, ৭০, কমলাপুর, মতিঝিল, ঢাকা থেকে প্রকাশিত।
দৈনিক সকালের বাংলাদেশ-এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page