বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, ডাকসুর ভিপি সাদিক কায়েমের সঙ্গে ফ্যাসিস্ট হাসিনার একশ ছবি আমরা দেখেছি। এই ফ্যাসিস্টরা কিভাবে ডাকসুর প্রার্থী হওয়ার সুযোগ পায়। কিভাবে ফ্যাসিস্টের দোসরদের নিয়ে নির্বাচন হয়। এই ফ্যাসিস্টদের আবার প্রতিষ্ঠিত করার জন্য একটি রাজনৈতিক দল পিআর নিয়ে আবারো আলোচনা করা হচ্ছে। এই পিআর পদ্ধতি আমরা মানি না, মানবোও না।
সোমবার দুপুরে কালকিনি উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে দুর্গাপূজা উৎসব সুন্দর ও সুষ্ঠ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তালুকদার খোকন আরও বলেন, আমরা মনে করি আজকে যারা পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্যে এবং নির্বাচন প্রক্রিয়া বাঞ্চালের জন্য চেষ্টা করছেন তারা আবার ফ্যাসিস্টদের প্রতিষ্ঠিত করার জন্য পিআর চাচ্ছে।
খোকন তালুকদার বলেন, এদেশে সুন্দর ও স্বচ্ছ প্রক্রিয়ায় মানুষের ভোটে এবং ম্যান্ডেড নিয়ে যারা নির্বাচিত হয়ে সরকারে বসবে আমরা তাদের মেনে নেব। পিআর পদ্ধতি করে যারা ফাসিস্টদের প্রতিষ্ঠিত করতে চায় আমি মনে করি সেটা তাদের দুঃস্বপ্ন। সেটা আমরা হতে দেবো না। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা রয়েছে বিএনপি নেতাকর্মীরা সকল পূজা উৎসবের প্রত্যেকটি পূজা মন্ডপে সনাতনধর্মাবলম্বীদের উৎসব পালনে সহযোগিতা করার জন্য। আশা করছি, কোন সন্ত্রাসীরা দুর্গাপূজার উৎসবে আর কোন সংঘাত করতে পারবে না।
এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি ফজলুর রহমান বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, মাদারীপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব অসিম হালদার, যুগ্ন আহবায়ক অনুপম পাত্র, কালকিন উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি স্যামা প্রসাদ পাল ও সাধারণ সম্পাদক প্রমথ মন্ডল প্রমুখ।
You cannot copy content of this page