২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার): শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে সাভার উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের লক্ষ্যে আজ সকালে উপজেলা পরিষদ হলরুমে এক উচ্চ-পর্যায়ের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুবকর সরকারের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, যার মধ্যে উল্লেখযোগ্য হলেন সাভার উপজেলা ভূমি সহকারী অফিসার আব্দুল্ল্যাহ আল আমীন, আমীন বাজার ভূমি সহকারী অফিসার মো: শাহাদাৎ হোসেন খান, ক্যাপ্টেন হান্নান সাভার সেনানিবাস, সাভার থানা অফিসার্স ইনচার্জ মোঃ জুয়েল মিয়া, এবং আশুলিয়া থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ হান্নান। এছাড়াও, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সাভার উপজেলার সকল মন্দিরের সম্মানিত প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা দুর্গাপূজা চলাকালীন সময়ে মাদকদ্রব্যের ব্যবহার রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখার ওপর বিশেষ জোর দেন। শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য সকলের সহযোগিতা কামনা করা হয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক প্রতিটি পূজা মণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা প্রদানের অঙ্গীকার করা হয়। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রশাসন সদা সতর্ক থাকবে বলে জানানো হয়।
বিশেষভাবে উল্লেখ্য, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাভারের প্রতিটি মন্দিরে ৫০০ কেজি করে চাল অনুদান হিসেবে প্রদান করা হয়েছে, যা পূজার সামগ্রিক আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই সভার মাধ্যমে দুর্গাপূজা ২০২৫ সফল ও আনন্দময় করে তোলার জন্য প্রশাসনের দৃঢ় সংকল্প এবং সমন্বিত প্রচেষ্টার প্রতিফলন ঘটেছে।
মাজহারুল ইসলাম সম্পাদিত এবং বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান-এর তত্ত্বাবধানে, বেপারী অ্যান্ড ব্রাদার্স লিমিটেড-এর প্রকাশনায়, ৭০, কমলাপুর, মতিঝিল, ঢাকা থেকে প্রকাশিত।
দৈনিক সকালের বাংলাদেশ-এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page