মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকা থেকে এক গৃহবধূ এবং তার দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই মর্মান্তিক ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন মালয়েশিয়া প্রবাসী শাহীন দেওয়ানের স্ত্রী শিখা আক্তার (২৭), তার ছেলে আলভী (৭) এবং মেয়ে সায়মা আক্তার (২)।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে অ্যালুমিনিয়াম ফসফাইট জাতীয় বিষের ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এই বিষয়টি আত্মহত্যার ধারণাকে আরও জোরালো করছে।
প্রতিবেশীরা জানান, সকালে বিদ্যুৎ বিল সংগ্রহ করতে গিয়ে বাসার দরজায় কোনো সাড়া না পাওয়ায় সন্দেহ হয়। পরে বাড়ির মালিককে খবর দেওয়া হলে তিনি ৯৯৯-এ ফোন করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। ঘরের ভেতরে বিছানায় শিখা আক্তারের এবং খাটের নিচে মেঝেতে দুই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
নিহত শিখা আক্তারের স্বামী শাহীন দেওয়ান প্রায় এক মাস আগে মালয়েশিয়া গেছেন। এর আগে তিনি দেশে হ্যালোবাইক চালাতেন। শিখা আক্তার ছিলেন শাহীনের দ্বিতীয় স্ত্রী। নিহত সন্তানদের মধ্যে আলভী শাহীনের প্রথম সংসারের সন্তান এবং সায়মা বর্তমান সংসারের সন্তান।
এই হৃদয়বিদারক ঘটনা তদন্ত করছে পুলিশ। ঘটনার পেছনে প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।
মাজহারুল ইসলাম সম্পাদিত এবং বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান-এর তত্ত্বাবধানে, বেপারী অ্যান্ড ব্রাদার্স লিমিটেড-এর প্রকাশনায়, ৭০, কমলাপুর, মতিঝিল, ঢাকা থেকে প্রকাশিত।
দৈনিক সকালের বাংলাদেশ-এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।