দ্বীপ জেলা ভোলার উপজেলা মনপুরায় দেশের প্রত্যেক উপজেলার নদী গুলোতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ইলিশের প্রধান প্রজনন ৪ অক্টোবর থেকে ২৫ শে অক্টোবর মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ উপলক্ষে টাস্কফোর্স ও জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১ঃ০০ টায় মনপুরা উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা ৪ অক্টোবর থেকে ২৫ শে অক্টোবর পর্যন্ত(২২দিন) ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ নিষিদ্ধ উপলক্ষে এ জনসচেতনতা অনুষ্ঠিত হয়েছে।এই সভা মনপুরা উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনের মধ্যে দিয়ে শুরু হয়।উক্ত সভার সভাপতির দায়িত্ব পালন করেন মনপুরা উপজেলার অতিরিক্ত দায়িত্ব-প্রাপ্ত মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ।তিনি সভায় বলেন মৎস্য সম্পদ রক্ষায় দল মতনির্বিশেষে সকালকে এক যোগে কাজ করতে হবে এমন পরামর্শ দেন তিনি।
প্রধান অতিথির বক্তব্য রাখেন মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃফজলে রাব্বি। তিনি বলেন, দেশের প্রত্যেক জেলা, উপজেলায়, মা ইলিশ অভিযানের আওতায় থাকবে,তবে মনপুরা উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের সকলে এক সাথে মা ইলিশ সংরক্ষণ অভিযানে কাজ করতে হবে,যাতে কোন জেলে অসাধুপায় অবলম্বন করতে না পারে।যদি কোনো জেলে সরকারি নিয়ম না মেনে নদীতে মাছ শিকার করতে যায় তাদেরকে আটক করে মৎস্য আইন অনুযায়ী জেল জরিমানা ও উভয় দন্ডে দন্ডিত করা হবে।পরে নির্বাহী কর্মকর্তা মনপুরায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের সকল ধরনের নিরাপত্তায় কাজ করবে। প্রতিটি মণ্ডপে আইন- শৃঙ্খলা বাহিনী মোতায়ন ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার কথাও জানান তিনি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
মনপুরা নৌবাহিনীর কন্টিনজেন্ট কমন্ডার,
মনপুরা থানার সেকেন্ড অফিসার এস.আই জাফর।মনপুরা উপজেলা সমবায় কর্মকর্তা ও উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদ প্রশাসক, মোঃ নাছির উদ্দীন, মনপুরা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদ প্রশাসক মো আশরাফ হোসেন, কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন,মনপুরা উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী মো মনিরুল ইসলাম, মনপুরা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সামছুদ্দিন বাচ্চু চৌধুরী,সহ-সভাপতি ডাক্তার মোঃ কামাল উদ্দিন,মনপুরা উপজেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মফিজুল ইসলাম মিলন মাতাব্বর,উপজেলা যুবদলের সদস্য সচিব হাফেজ মুহাম্মদ আব্দুর রহিম,
আরো উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক ব্যক্তিবর্গ।
মাজহারুল ইসলাম সম্পাদিত এবং বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান-এর তত্ত্বাবধানে, বেপারী অ্যান্ড ব্রাদার্স লিমিটেড-এর প্রকাশনায়, ৭০, কমলাপুর, মতিঝিল, ঢাকা থেকে প্রকাশিত।
দৈনিক সকালের বাংলাদেশ-এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page