বৃহসপতিবার সকাল ১১টায় স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা জোরদারকরণ ও মান উন্নয়নে পৌরসভার হল রুমে
এক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
কনসার্ন এর সহযোগিতায় আরএমএসসিএএইচ প্রকল্পের আওতায় এনএসএস এ সভার আয়োজন করে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান এর সভাপতিত্বে এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বরগুনার পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. মাহমুদুল হক আযাদ আমতলী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. চিন্ময় হাওলাদার, পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক মো. ইলিয়াস খান রানা, আমতলী হাসপাতালের আরএমও ডা. রোকনুজ্জামান খান সুমন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল মাসুম, আরপাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান সোহেলী পারভিন মালা, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম। এতে বিভিন্ন ইউনিয়নের সদস্যবৃন্দ স্বাস্থ্য বিষয়ক সমস্যা তুলে ধরেন এবং সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
সভায় জনপ্রতিনিধি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা বৃন্দ, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন এনজিও প্রতিনিধি বৃন্দ অংশগ্রহণ করেন।
You cannot copy content of this page