রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের পূর্ব চুনকুটিয়ায় মোঃ আবদুল হামিদ-এর পরিচালনা ও তত্ত্বাবধানে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘মোহাম্মদ হেলথ কেয়ার ফার্মেসি’।
স্বাস্থ্যসেবায় অতিরিক্ত ব্যয় লাঘব ও সুলভ মূল্যে মানসম্পন্ন ওষুধ বিক্রির লক্ষ্যে ফার্মেসিটি চালু করা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানিয়েছে, এটি একটি মডেল ফার্মেসি, যেখানে একই ছাদের নিচে থাকবে — বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, হেলথ অ্যান্ড ওয়েলনেস কর্নার এবং আধুনিক ফার্মেসি সেবা।
এছাড়াও সপ্তাহে তিন দিন একজন মা ও শিশু বিশেষজ্ঞ এবং একজন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের পরামর্শ দেবেন।
প্রতিষ্ঠানটির পরিচালক মোঃ আবদুল হামিদ বলেন, “আমাদের ফার্মেসিতে প্রশিক্ষিত ফার্মাসিস্টরা দায়িত্বে থাকবেন। নিয়মিত সনামধন্য চিকিৎসকরা রোগী দেখবেন। পাশাপাশি ফ্রি চক্ষু সেবা, ফিজিওথেরাপি, মানসিক স্বাস্থ্যসেবা এবং খাদ্য ও পুষ্টি সংক্রান্ত পরামর্শও দেওয়া হবে।”
শনিবার (১১ অক্টোবর) থেকে মোহাম্মদ হেলথ কেয়ার ফার্মেসি-তে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা প্রদান শুরু হয়েছে বলে জানিয়েছেন পরিচালক।
মাজহারুল ইসলাম সম্পাদিত এবং বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান-এর তত্ত্বাবধানে, বেপারী অ্যান্ড ব্রাদার্স লিমিটেড-এর প্রকাশনায়, ৭০, কমলাপুর, মতিঝিল, ঢাকা থেকে প্রকাশিত।
দৈনিক সকালের বাংলাদেশ-এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।