
মাদারীপুরের কালকিনি পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুসাঈদ সরদার লিখনকে গ্রেফতার করেন কালকিনি থানা পুলিশ।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের মাধ্যমে অভিযান চালিয়ে ঢাকা-বরিশাল মহাসড়কে পাশে গোপালপুর এলাকা থেকে লিখন কে গ্রেপ্তার করা হয়।
লিখন কালকিনি পৌরসভার ৭ নং ওয়ার্ডের দক্ষিণ গোপালপুর এলাকার হারুন সরদারের ছেলে।
তার গ্রেপ্তারের কথা শুনে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এটাকে কেউ কেউ রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত বলে মনে করেন, আবার অনেকে এর সঠিক তদন্তর কথা বলেন।
এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, ” কালকিনি পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুসাঈদ সরদার লিখনকে সন্ত্রাসী বিরধী মামলায় গ্রেপ্তার করা হয়। এছাড়াও সে পুলিশের ওপর হামলা, বিস্ফোরক মামলার এজহারভূক্ত আসামী। তাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।