“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার মনপুরায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এই সময় উপজেলা পরিষদ সামনে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে সমবায় দিবসটি পালন করা হয়। পরে একটি র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করার পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল সাড়ে ১০ টায় ১লা- নভেম্বর-২০২৫ খ্রিস্টাব্দ উপজেলা পরিষদের হলরুমে সমবায় দিবসের এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ নাছির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো ফজলে রাব্বি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মো মাহতাব উদ্দিন অপু ভূইয়া বিআরডিবি, মো মফিজুর রহমান মিলন মাতব্বর সাধারণ সম্পাদন ভারপ্রাপ্ত মনপুর উপজেলা বিএনপি, মো শামসুদ্দিন মোল্লা আহবায়ক যুবদল মনপুরা উপজেলা শাখা ও ভোলা জেলা যুবদল সহ-সভাপতি, মো আব্দুর রহিম সদস্য সচিব মনপুরা উপজেলা যুবদল, মো আমিনুল ইনসান জসিম বাংলাদেশ জামাত ইসলামি মনপুরা উপজেলা শাখা, মো ইকরাম কবির আহবায়ক ছাত্রদল মনপুরা উপজেলা শাখা।
এছাড়াও উপস্হিত ছিলেন, উপজেলার বিভিন্ন অংঙ্গ সংগঠনের সদস্য ও উপজেলা পর্যায়ে বিভিন্ন সমিতিতে ঋণ কার্যক্রম পরিচালনা করা ব্যাক্তিবর্গ।
মাজহারুল ইসলাম সম্পাদিত এবং বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান-এর তত্ত্বাবধানে, বেপারী অ্যান্ড ব্রাদার্স লিমিটেড-এর প্রকাশনায়, ৭০, কমলাপুর, মতিঝিল, ঢাকা থেকে প্রকাশিত।
দৈনিক সকালের বাংলাদেশ-এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।