
সাভার পৌরসভার রাজাশন এলাকায় স্থানীয় বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ার পারসন তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। আজ সকাল এগারোটায় রাজাশন এলাকার বিভিন্ন মহল্লায় লিফলেট বিতরণ করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাভার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ শাহীন, সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও সাবেক ছাত্রনেতা মেহেদী রানা শহীদ, যুবদল নেতা সোহেল মিয়া, খোকন মিয়া সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ তারেক রহমানের নির্দেশিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণের মধ্য দিয়ে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করেন। তারা সাধারণ মানুষের মধ্যে ৩১ দফা বাস্তবায়নে কাজ করবেন বলে অঙ্গীকার করেন।