সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ডের অধিনস্ত রাজাশন এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র নতুন সদস্য সংগ্রহ ও পুরনো সদস্য নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩১ অক্টোবর ২০২৫ ইং তারিখে শুক্রবার বিকেলে রাজাশন পালোয়ান পাড়া এলাকায় এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বিএনপিতে নতুন সদস্য সংগ্রহ ও নবায়নের এই আয়োজনে হাজী রহিম পালোয়ানের সভাপতিত্বে ও ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ রাশেদুল ইসলাম রাশেলের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন খান বিল্টু। এছাড়া আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপি যুবদল নেতা গোলাম হোসেন ডালিম, স্থানীয় বিএনপি নেতা হাজী মোঃ করিম পালোয়ানসহ আরও অনেকে।
উক্ত অনুষ্ঠানে রাজাশন এলাকায় বসবাসরত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিএনপিতে যোগদান করেন। এলাকাবাসী তাদের বিভিন্ন সমস্যার কথা নেতৃস্থানীয়দের নিকট তুলে ধরেন।
মাজহারুল ইসলাম সম্পাদিত এবং বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান-এর তত্ত্বাবধানে, বেপারী অ্যান্ড ব্রাদার্স লিমিটেড-এর প্রকাশনায়, ৭০, কমলাপুর, মতিঝিল, ঢাকা থেকে প্রকাশিত।
দৈনিক সকালের বাংলাদেশ-এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।