দ্বীপ জেলা ভোলা মনপুরা উপজেলার মেঘনা নদীতে মৎস্য অধিদপ্তর ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প পরিচালক মোঃ মোল্লা-এমদাদুল্যাহ এর নেতৃত্বে পরিচালিত অভিযানে ভোলা জেলার মনপুরা উপজেলার বিভিন্ন ১ নং ইউনিয়ন এর পূর্ব পাশের পয়েন্টে আজ ১১-নভেম্বর- ২০২৫খ্রি রোজ মঙ্গলবার বার সকাল ৯ঃ০০ ঘটিকা থেকে পাঙ্গাশ মাছের পোনা শিকার করার চাই আটক করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন তজুমদ্দিন ও মনপুরা কোস্টগার্ড কনটিনজেন্ড সহ মনপুরা মৎস্য বিভাগের যৌথ সহযোগিতায় তজুমদ্দিন উপজেলা মৎস্য অফিসার মোঃ আমির হোসেন,মনপুরা উপজেলা মৎস্য অফিসার উজ্জ্বল বনিক এবং সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের তথ্য সংগ্রহকারী মোঃ হেলাল উদ্দিন, মোঃ রাসেদ খান ও ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের নদী পাহাড়াদার মোঃ হেলাল উদ্দিন, কোস্ট গার্ড তজুমদ্দিন টিম, কোস্ট গার্ড মনপুরা টিম।
অভিযানে মনপুরা উপজেলার ১নং ইউনিয়ন মেঘনা নদীর পূর্ব পাশের এলাকায় ব্যাপক ভাবে পাঙ্গাশ মাছ ধরার চাইয়ের সন্ধান করে বেশ কিছু চাই আটক করা হয়েছে।এতে ৪টি চাই, ৫টি চাই এর মটকা এবং ইটের সামগ্রী।পরে চাই গুলো জনসম্মুখে নষ্ট করা হয়েছে।
মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক বলেন আজকের অভিযানে অবৈধ পাঙ্গাশ মাছ ধরার চাই আটক ৪টি সহ আরো কিছু সামগ্রী আটক করতে সক্ষম হয়েছি,পরে আমরা এসব চাই গুলো নষ্ট করে দিয়েছি,পাঙ্গাস মাছের পোনা ধ্বংসকারী চাই এর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মৎস্য কর্মকর্তা।
মাজহারুল ইসলাম সম্পাদিত এবং বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান-এর তত্ত্বাবধানে, বেপারী অ্যান্ড ব্রাদার্স লিমিটেড-এর প্রকাশনায়, ৭০, কমলাপুর, মতিঝিল, ঢাকা থেকে প্রকাশিত।
দৈনিক সকালের বাংলাদেশ-এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।