পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য মানবিক বিনিয়োগের বার্তা নিয়ে বরগুনার আমতলী উপজেলার ঘঠখালী মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো 'স্বপ্নছোঁয়া তরুবীজ কর্মসূচি'। স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে এই আয়োজনে বৃক্ষরোপণের পাশাপাশি শিক্ষার্থীদের মাদককে 'লাল কার্ড' দেখানোর শপথ করানো হয়।
আজ ঘঠখালী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এ সময় বক্তারা বলেন, গাছ লাগানো শুধু পরিবেশ রক্ষার জন্য নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মানবিক বিনিয়োগ।
মাদকবিরোধী শপথ ও আহ্বান
কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল মাদকবিরোধী শপথ পাঠ। আমতলী থানার এসআই জসিমউদ্দিন, যিনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিনি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার শপথ পাঠ করান।
বক্তব্য প্রদানকালে বক্তারা শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থেকে সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
উপস্থিতি
অনুষ্ঠানে প্রধান অতিথি এসআই জসিমউদ্দিন ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের মাননীয় উপদেষ্টা এইচ. এম. রিয়াজুল ইসলাম রিয়াজ, ঘঠখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক জুবায়ের আহম্মেদ, সহ-সভাপতি সুলতানা মৃধা ও তানজিল এইচ রাব্বি, এবং অর্থ সম্পাদক আলামিন ও শাকিল।
স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের এই মহৎ উদ্যোগকে সহযোগিতা করে ব্যাংক অফিসার হাউজিং সোসাইটি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের সমাজ কল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মাজহারুল ইসলাম সম্পাদিত এবং বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান-এর তত্ত্বাবধানে, বেপারী অ্যান্ড ব্রাদার্স লিমিটেড-এর প্রকাশনায়, ৭০, কমলাপুর, মতিঝিল, ঢাকা থেকে প্রকাশিত।
দৈনিক সকালের বাংলাদেশ-এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।