
সাভার উপজেলার আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়ন এর ৫-নং ওয়ার্ড এ গুমাইল গ্রাম এর যুব-সমাজ কতৃক আয়োজিত ওয়াজ মাহফিলে আলোকিত গুমাইল সংগঠনের পক্ষ থেকে ১৮ জন কোরআনের হাফেজ ও ৬ জন আলেম কে সম্মাননা প্রদান করা হয়।
যুব সমাজের উদ্যোগকে স্বাগতম জানিয়েছে এলাকার আলেম-ওলামা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। যুবসমাজের সংগঠনের প্রধান সমন্বয়ক সকালের বাংলাদেশ কে বলেন যে শুধুমাত্র আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের আশায় ও বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম এর পথ অনুসরণ করেই তাদের এই পথ চলা। বাংলাদেশ ইসলাম প্রধান দেশ এদেশের ৯৫ ভাগ মানুষ মুসলমান ।
ইসলামিক শিক্ষা যত ছড়িয়ে পড়বে যত কোরআনের হাফেজ তথা কোরআনের পাখি আলিম-ওলামারা জন্ম নিবে ততই এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে।
এছাড়াও ঘুমাইল গ্রামের এই যুবসমাজ বিভিন্ন সময় মেধাবী শিক্ষার্থী ও এস এস সি, এইচ এস সি, শিক্ষার্থীদের সম্মাননা প্রধান করে থাকে। বিভিন্ন সমাজ সেবামূলক কাজে আলোকিত গুমাইল গ্রামের এই যুব সংগঠন টি মানবতার কাজ করে থাকে এবং ভবিষ্যতে অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকারবদ্ধ।