মুসলিম উম্মার দ্বিতীয় সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান বিশ্ব ইজতেমায় যোগ দিতে পৃথিবীর অন্যান্য দেশের মতো ভারতের ৭ রাজ্য থেকে মুসল্লিরা তুরাগ তীরের ইজতেমা ময়দানে আসতে শুরু করেছে। ভারতের ত্রিপুরা রাজ্যসহ উত্তর প্রদেশ -পূর্ব ভারতের ৭ রাজ্য থেকে বিপুলসংখ্যক মুসল্লি আসতে শুরু করেছেন বেনাপোল ইমিগ্রেশন দিয়ে।
আগামী ২ ই ফেব্রুয়ারী রোজ শুক্রবার ঢাকার অদূরে টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইসতেমার প্রথম পর্বে যোগ দিতে ভারতীয় মেহমান বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আসতে শুরু করেছে। ভারতীয় মুসল্লিরা বেনাপোল স্থলবন্দর থেকে বাস কিংবা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনযোগে তুরাগ তীরের টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দানে জমায়েত হচ্ছেন । ইমিগ্রেশন এর ভিতরে স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করে বাংলাদেশে প্রবেশ করতে হচ্ছে মুসল্লিদের।
গাজীপুরে টঙ্গীর তুরাগ নদীর তীরে আগামী ২রা ফেব্রুয়ারি থেকে ৫৭তম বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে।
শুক্রবার ফজর নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে প্রথম পর্বের তুরাগ তীরের বিশ্ব ইজতেমা।
বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, বিদেশি মেহমানদের অভ্যর্থনা জানানো, থাকা-খাওয়া ও ঢাকায় বিশ্ব ইজতেমা ময়দানে পাঠানোসহ সব কাজ দ্রুত ও সঠিক ভাবে করার জন্য তাবলিগ জামায়াতের ঢাকার কাকরাইল মসজিদ থেকে একটি প্রতিনিধি দল বেনাপোল স্থলবন্দরে অবস্থান করছেন। প্রতিদিন ভোর থেকে ইমিগ্রেশন শেষ হওয়া পর্যন্ত আগত মুসল্লিদের সার্বিক সহযোগিতা করছেন।
বেনাপোল ইমিগ্রেশন অফিসার ইনচার্জ শফিক আহমেদ বলেন, ভারতের বিভিন্ন রাজ্য থেকে মুসল্লিরা বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসছে। প্রতিদিনই সকাল থেকে ইমিগ্রেশন পুলিশ আগত মুসল্লিদের প্রয়োজনীয় সমস্ত কাগজ পত্র দেখে ইমিগ্রেশন এর কার্যক্রম সম্পন্ন করে দিতে দেখা গেছে।প্রায় ১২ থেকে ১৩ শত ভারতীয় মেহমান বেনাপোল ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে বিশ্ব ইজতেমায় যোগ দানের উদ্দেশ্যে প্রবেশ করেছে বলে জানায়।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page