বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আগামীকাল ৪ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে। বিশ্ব ইজতেমা কে উপলক্ষ করে ইতিমধ্যেই লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে তুরাগ তীরের ইজতেমা ময়দানে। আগামীকাল সকাল সাড়ে নয় ঘটিকায় আখেরি মোনাজাত শুরু হবে বলে তথ্য টি নিশ্চিত করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মাহবুব আলম।
পুলিশ কমিশনার মাহবুব আলম বলেন আগামীকাল আখেরি মোনাজাত কে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা কঠোর থেকে কঠোরতম করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে। দূর দূরান্ত থেকে মুসল্লিদের নিরাপত্তার স্বার্থে বেশ কিছু সড়ক আগামীকাল বন্ধ রাখা হবে। শনিবার মধ্যরাত থেকে জনস্বার্থে রাস্তাগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
ঢাকা মুখী যানবাহন গুলোকে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ ও নির্দেশনা দেয়া হয়েছে। এ সময় আব্দুল্লাহপুর থেকে আশুলিয়া হয়ে বাইপাল পর্যন্ত ও আব্দুল্লাহপুর থেকে গাজীপুর মহানগরীর ভোগরা বাইপাস পর্যন্ত মীরের বাজার থেকে টঙ্গী বাসস্ট্যান্ড পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। এপর্যন্ত বিশ্ব ইজতেমায় প্রথম পর্বে অংশগ্রহণকারী মুসল্লিদের মধ্যে দশজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
বার্ধক্য জনিত কারণ দুর্ঘটনা বিভিন্ন রোগে অসুস্থ হয়ে মারা যান তারা। লক্ষ লক্ষ লোকের জমায়েতের কারণে আইনশৃঙ্খলা বাহিনীর কোন ধরনের অবনতি যেন না ঘটে সে বিষয়ে সতর্ক অবস্থানে থাকবেন পুলিশ সদস্য ডিবি পুলিশ সহ আইনশৃঙ্খলার সাদা পোশাকে থাকা কয়েক হাজার সদস্য।
মাজহারুল ইসলাম সম্পাদিত এবং বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান-এর তত্ত্বাবধানে, বেপারী অ্যান্ড ব্রাদার্স লিমিটেড-এর প্রকাশনায়, ৭০, কমলাপুর, মতিঝিল, ঢাকা থেকে প্রকাশিত।
দৈনিক সকালের বাংলাদেশ-এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।