খেলাধুলা ক্ষণে ক্ষণে, সুস্থ্য রাখে দেহ মন" এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর সাপাহারে ফরহাদ হোসেন স্মৃতি ভলিবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
আলম স্পোর্টস একাডেমির আয়োজনে খঞ্জনপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে রবিবার বিকেলে শিরন্টী ইউনিয়ন আন্ত: ওয়ার্ড ভলিবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন আলম স্পোর্টস একাডেমির স্বত্বাধীকারী আবু-জাফর মোঃ আলমগীর হোসেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বী (ফজলু)। সভাপতিত্ব করেন আলম স্পোর্টস একাডেমির সভাপতি আবুবক্কার সিদ্দিক এবং সঞ্চালনের দায়িত্বে ছিলেন এমরান হোসেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোলাইমান আলী লিটন, শিরন্টী ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দীন, খঞ্জনপুর সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা তোফাজ্জল হোসেন আনু প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page