লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে ওই উপজেলার বড়খাতা ডিগ্রি কলেজের পাশে ভুট্টাক্ষেতে একটি ব্যাগে নবজাতকের মরদেহটি দেখতে পায় স্থানীয়রা।
স্থানীয়রা বলেন, ভুট্টা খেতের পাস দিয়ে যাওয়ার সময় একটি ছোট শিশুর মরদেহ দেখতে পায় তার। এমন তো অবস্থায় জানাজানি হলে তাঁর স্থানীয় প্রশাসনকে অবগত করে।
এই বিষয়টি নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নির্মল চন্দ্র মোহন্ত।
তিনি বলেন, সকালে উপজেলার বড়খাতা ডিগ্রি কলেজের পাশে ভুট্টাক্ষেতে এক ব্যাগের ভেতরে নবজাতকের মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, কে বা কারা রাতের আঁধারে নবজাতকটিকে কলেজের পাশে ভুট্টাক্ষেতে ফেলে দিয়ে গেছে।
বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ,হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নির্মল চন্দ্র মোহন্ত।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page