কুমিল্লার তিতাস উপজেলায় সদর কড়িকান্দি ইউনিয়ন পরিষদে আমেরিকা প্রবাসী ডাঃ এনামুল হক ও ডাঃ আবুল কাশেম এর সৌজন্যে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা সদর কড়িকান্দি ইউনিয়ন পরিষদে অত্র ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ সাইফুল আলম মুরাদ ও ওয়ার্ড মেম্বারগণদের উপস্থিতিতে ডাঃ এনামুল হক শীতার্তদের মাঝে ৪শত শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড মেম্বার লিয়াকত আলী, ৩নং ওয়ার্ড মেম্বার গিয়াস উদ্দিন ভূইয়া,৬ নং ওয়ার্ডের মেম্বার মোঃ ফজর আলী, ১.২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য সাধনা আক্তার, ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য মোসা:নার্গিস আক্তার, উপজেলা আওয়ামী লীগের সদস্য জালাল খাঁন,উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি হযরত আলী,কড়িকান্দি বাজার কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সওদাগর,যুবলীগ নেতা মো. রাইসুল ইসলাম এলাহি, আব্দুল রহিম, রফিক সওদাগর। এছাড়াও বিকালে ডাঃ এনামুল হক জিয়ারকান্দি ইউনিয়নের জিয়ারকান্দি, গোপালপুর গ্রামে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
মাজহারুল ইসলাম সম্পাদিত এবং বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান-এর তত্ত্বাবধানে, বেপারী অ্যান্ড ব্রাদার্স লিমিটেড-এর প্রকাশনায়, ৭০, কমলাপুর, মতিঝিল, ঢাকা থেকে প্রকাশিত।
দৈনিক সকালের বাংলাদেশ-এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page