ভোলার রাজাপুর ইউনিয়নে ইট বোঝাই ট্রলি উল্টে মো. জহিরুল ইসলাম (২৭) নামের এক ট্রলি চালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজাপুর ইউনিয়নের ক্লোজার বাজার এলাকায় এই হৃদয়বিদারক ও মর্মান্তিক দুর্ঘটনা টি ঘটে।
ভোলা সদর মডেল থানার ডিউটি অফিসার মো. মামুন দৈনিক সকালের বাংলাদেশ পত্রিকার সংবাদদাতা কে এ তথ্য নিশ্চিত করেন।
মৃত জহিরুল ইসলাম রাজাপুর ইউনিয়নের চর মনসা গ্রামের ৬ নং ওয়ার্ডের কাশেম পালোয়ানের ছেলে। সে পেশায় ট্রলি চালক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জহির তার ট্রলিতে ইট বোঝাই করে কাজী বাজারের দিকে যাচ্ছিল। এ সময় ট্রলিটি দ্রুত গতিতে চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পুকুরে পড়ে যায়। স্থানীয় লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে বলে তথ্যটি নিশ্চিত করেছেন। এ ঘটনায় নিহতর পরিবারে এলাকাবাসীর মধ্যে শোকের মতম চলছে।
মাজহারুল ইসলাম সম্পাদিত এবং বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান-এর তত্ত্বাবধানে, বেপারী অ্যান্ড ব্রাদার্স লিমিটেড-এর প্রকাশনায়, ৭০, কমলাপুর, মতিঝিল, ঢাকা থেকে প্রকাশিত।
দৈনিক সকালের বাংলাদেশ-এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page