দ্বাদশ জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নের আবেদন ফরম সংগ্রহ করলেন মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ জেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি সাবেক ছাত্রনেত্রী সৈয়দা রোকেয়া আফরোজা শিখা।
বুধবার (৭ ফেব্রুয়ারি ২০২৪) তারিখে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ময়মনসিংহ বিভাগ থেকে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম ক্রয় করেছেন বলে নিশ্চিত করেছেন।
তিনি বলেন ৮০'র দশক থেকে অর্থাৎ ১৯৮৫ সালে ছাত্রলীগের রাজনীতি থেকে বিভিন্ন সংগঠনের দায় দায়িত্ব পালন করে বর্তমানে মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ জেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছি। ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ ৩৯ বছর বিরতিহীন রাজনৈতিক কর্মকান্ডের বর্ণাঢ্যময় জীবনের আন্দোলন সংগ্রামের ঘাত-প্রতিঘাতের মধ্যদিয়ে নিষ্ঠা সহকারে অনেক হামলা মামলা অত্যাচার নির্যাতন সহ্য করে আওয়ামী লীগ এবং স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ লালন ধারণ করে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে একজন ক্ষুদ্র ত্যাগী কর্মী হিসাবে রাজনৈতিক মাঠে টিকে রয়েছি। আমাদের এবং শ্বশুর পরিবারের সকলেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। ত্যাগের রাজনৈতিক ভাবে বেড়ে উঠা আমাদের জীবন।
তিনি আরো জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আমি নগন্য কর্মী হিসাবে অংশীদার হতে সংরক্ষিত নারী আসনের ফরম সংগ্রহ করেছি। ত্যাগের মূল্যায়ন হলে তিনি আশাবাদী। সবার কাছে দোয়া কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page