ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার পল্লী বিদ্যুৎ- ডেন্ডাবর এলাকায় নিজ অফিসের অফিস কক্ষে ঢুকে কাজিমুদ্দিন (৫০)নামের এক ঠিকাদারকে গলা কেটে নির্মম ও নৃশংসভাবে হত্যা করা হয়েছে। বুধবার ৭ ই ফেব্রুয়ারি সকাল বেলার কোনো এক সময় এমন নির্মম ঘটনা ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আশুলিয়ার ডেন্ডাবরে বসবাসরত নিজ বাড়ির পাশেই নিহত কাজিম উদ্দিনের নিজস্ব জায়গার উপর নির্মিত ফার্মের অফিস কক্ষে নির্মম ঘটনাটি ঘটে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও র্যাবের একাধিক চৌকস টিম।
নিহত কাজিমুদ্দিন আশুলিয়া ডেন্ডাবর এলাকার উত্তর পাড়ার মৃত ওয়াজ উদ্দিন এর ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী ও পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদার ছিলেন। নিহতের পরিবারের তথ্য অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত পুলিশ জানায়,নিহত কাজিম উদ্দিন এর বাড়ির পাশেই তারই নিজের মালিকানাধীন লিপি ডেইরি ফার্মে প্রায় সময় রাতে থাকতেন তিনি।অফিস কক্ষের তালার একটি চাবি নিহত কাজিমুদ্দিনের কাছে থাকতো এবং একটি তার স্ত্রীর কাছে থাকতো।
প্রতিদিনের মতো লিপি ডেইরি ফার্মের রাখাল আব্বাস আলী আজও কাজে যোগদান করেন কাজে যোগদান করে তিনি অফিস কক্ষ তালা দেখে নিহত স্ত্রীকে খবর দেন। নিহত কাজিম উদ্দিন এর স্ত্রী অফিস কক্ষের নিজেই খুলেন , এ সময় তালা খুলেই তাহার স্বামীর নিথর দেহ রক্তাক্ত দেহ মাটিতে পড়ে থাকতে দেখেই তিনি চিৎকার দিযে ওঠেন। চিৎকার শুনে ডেইরি ফার্মের রাখাল আব্বাস অফিস কক্ষে ছুটে এলে তার মালিকের গলাকাটা দেহ মাটিতে পড়ে থাকতে দেখে। এ সময় তাদের চিৎকারে আশেপাশের লোকজন এসে জড়ো হয় ও নিকটস্থ থানায় খবর দেয়। ঘটনাস্থল পরিদর্শনে এসে আশুলিয়া থানার ওসি এফ,এ সায়েদ জানান নিহত লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে । তিনি আরো তথ্য নিশ্চিত করেন ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে সি,আই,ডি কে সংযুক্ত করা হয়েছে। এবং নিহত সুরতহাল প্রক্রিয়া দিন রয়েছে। নিহত কাজিম উদ্দিন এর গলায় শরীর আঘাতের চিহ্ন রয়েছে।
মাজহারুল ইসলাম সম্পাদিত এবং বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান-এর তত্ত্বাবধানে, বেপারী অ্যান্ড ব্রাদার্স লিমিটেড-এর প্রকাশনায়, ৭০, কমলাপুর, মতিঝিল, ঢাকা থেকে প্রকাশিত।
দৈনিক সকালের বাংলাদেশ-এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page