কাশিয়ানীতে কৃষি ফসল উৎপাদনের ক্ষেত্রে নকল ও ভেজাল উপকরণ ব্যবহারে ক্ষতি বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় উপজেলা কৃষি ভবনের হলরুমে, কৃষি অফিসের আয়োজনে ও সিনজেন্টা বাংলাদেশ লিমিটেডের সার্বিক সহযোগিতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে নকল ও ভেজাল কৃষি পণ্য চেনার উপায় ও ব্যবহারে ক্ষতির বিষয় ডিসপ্লে তে ভিডিও চিত্রের মাধ্যমে দেখানো হয়।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুঃ রাসেদুজ্জামান।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কাজী এজাজুল করিমের সভাপতিত্বে ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলামের সঞ্চালনায়, উপজেলা মৎস্য অফিসার রাজীব রায়, প্রকৌশলী সজল কুমার দত্ত, কৃষি সম্প্রসারণ অফিসার মধুসূদন দে, ইন্সপেক্টর তদন্ত খোরশেদ আলম, ভোরের কাগজ প্রতিনিধি সাংবাদিক শহীদুল আলম মুন্না বক্তব্য রাখেন।
এছাড়াও রিপোর্টার্স ফোরামের সভাপতি বাইতুল হোসেন চৌধুরী, করোতোয়া প্রতিনিধি সাংবাদিক লিটন শিকদার, সাংবাদিক জুয়েল হাসানসহ সিনজেন্টা কর্মকর্তারা ও সার বীজ ওষুধ ব্যবসায়ী (ডিলার), কৃষক ও কৃষি মাঠ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page