কুমিল্লার তিতাস উপজেলার সদর ইউনিয়ন এর বন্দরামপুর নয়াপাড়া সুন্নী যুব সমাজের উদ্যোগ সকল কবর বাসী'র মাগফেরাত কামনায় ৫ম বার্ষিকী ইসলামি সুন্নী মহা সমবেস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৬ ফেব্রুয়ারি বন্দরামপুর আর্দশ একাডেমি স্কুল মাঠে বাদ আসর হইতে মধ্যে রাত পর্যন্ত সাবেক মেম্বার আবুল কাশেম মুন্সী'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ।
উক্ত ওয়াজ মাহফিলে আলোচনা পেশ করেন, হযরত মাওলানা হাবিবুর রহমান রগুনাথপুর দরবার শরীফ। হজরত মাওলানা নজরুল ইসলাম রেজবী সুন্নী আল কাদেরী, পীরজাদা মুফতি আব্দুস সালাম বিপ্লবী,মুফতি আলী হোসাঈন সাঈফী,হাফেজ শাহজালাল হানাফী,হযরত মাওলানা মুস্তাফিজুর রহমানসহ আরো আলেম ওলামা কেরাম।
আহলে সুন্নাত ওয়াল জাময়াতের মাষ্টার শফিকুল ইসলাম পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পীরজাদা মহিউদ্দিন সামী সুন্নী আল কাদেরী মহিষমারী দরবার শরীফ,বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ রাজা মিয়া সওদাগর, সাবেক মেম্বার শাহ আলম, নজিমউদ্দিনসহ
হাজার ও ধর্ম প্রাণ মুসুল্লিগণ।
কবর বাসীদের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তাবারুক বিতরণ করেন।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page