ফরিদপুরের ভাঙ্গায় এক অজ্ঞাত নারীকে গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় তার মরদেহ মহাসড়কের উপর পড়ে থাকলে তার ওপর দিয়ে অসংখ্য যানবাহন চলাচল করে। এতে ওই নারীর মরদেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহের কয়েকটি অংশ ও জামা কাপড় উদ্ধার করে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে ভাঙ্গা উপজেলার নওপাড়া বাসস্ট্যান্ডের সামনের মহাসড়কে এ ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ আব্দুল্লাহেল বাকী বলেন জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয়েছে। একটি গাড়ি বেপরোয়া গতিতে ওই মহিলাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় মরদেহ মহাসড়কের উপর পড়ে থাকার কারণে তার শরীরের ওপর দিয়ে অসংখ্য যানবাহন চলাচল করে। এতে লাশটি ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়।
তিনি আরও জানান, নারীর পরণে সাদা-কালো রং মিশ্রিত প্রিন্টের সালোয়ার ও কালো রঙের কামিজ ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মোঃ আব্দুল্লাহেল বাকী বলেন, এখন পর্যন্ত অজ্ঞাত লাশটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। যদি মৃত ব্যক্তির কোন নিকট আত্মীয় বা পরিবারের কারো সন্ধান পাওয়া যায় এবং তার পরিচয় উদঘাটন করা সম্ভব হয় তাহলে ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এর সাথে (+8801320-184308) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page