
অস্ট্রেলিয়ার মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিখ্যাত জয়ের নায়ক শামার জোসেফের স্বপ্নযাত্রা অব্যাহত রয়েছে। এবার আইপিএলে দল পেয়েছেন এই তরুণ ক্যারিবীয় পেসার।
আইপিএলের ফ্র্যাঞ্চাইজি লখনৌ সুপার জায়ান্টস ইংল্যান্ডের পেসার মার্ক উডের বদলি হিসেবে শামার জোসেফকে দলে ভিড়িয়েছে। তাকে পেতে ৩ কোটি রুপি খরচ করেছে লক্ষ্ণৌ।
কিছুদিন আগে অস্ট্রেলিয়ার মাটিতে বল হাতে অসাধারণ পারফরম্যান্সে নজর কাড়েন ২৪ বছর বয়সী জোসেফ। দুর্দান্ত গতি আর বাউন্সের মিশেলে অনবদ্য বোলিংয়ে দুই টেস্ট খেলে তুলে নেন ১৩ উইকেট। এর মধ্যে গাব্বা টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬৮ রানে নেন ৭ উইকেট। ম্যাচটি জেতার পাশাপাশি সিরিজ ড্র করে ওয়েস্ট ইন্ডিজ।
জোসেফের টি-টোয়েন্টি ক্যারিয়ার এখনও প্রাথমিক অবস্থায় আছে। তার ঝুলিতে রয়েছে মাত্র ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা। ২০২৩ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলেন তিনি।
এদিকে মার্ক উডের আইপিএল থেকে নাম প্রত্যাহারের কারণ এখনও অস্পষ্ট। ২০২২ আইপিএলে লক্ষ্ণৌয়ের হয়ে খেলার কথা ছিল তার। কিন্তু কনুইয়ের ইনজুরিতে সেবার আসর থেকে ছিটকে যেতে হয় তাকে। তবে ২০২৩ সালে একই ফ্র্যাঞ্চাইজির জার্সিতে ৪ ম্যাচ খেলে তুলে নেন ১১ উইকেট (এর মধ্যে একটি ফাইফারও আছে)। কিন্তু ব্যক্তিগত কারণে সেবারও পুরো আসর খেলতে পারেননি এই অভিজ্ঞ পেসার।