‘আমার ভাষার চলচ্চিত্র-১৪৩০’ উৎসব কাল ১২ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আয়োজিত হচ্ছে বাংলা ভাষার সর্ববৃহৎ এই চলচ্চিত্র উৎসবটি।
আয়োজনটি সকলের জন্য উন্মুক্ত। টিকিট মূল্য মাত্র ৫০ টাকা। টিকিট পাওয়া যাবে উৎসবের প্রতিদিন, ছাত্র-শিক্ষক কেন্দ্রের প্রবেশমুখেই।
পাঁচ দিনব্যাপী এই আয়োজনে থাকছে মোট ২০টি সমকালীন এবং ধ্রুপদী চলচ্চিত্র। নির্মাতা, অভিনেতা কলাকুশলী ও চলচ্চিত্র প্রেমীদের এই মিলনমেলায় সকলকে আমন্ত্রিত করা হয়েছে।
প্রিয় সত্যজিৎ চলচ্চিত্রটি প্রদর্শনীর সময়
চলচ্চিত্র প্রদর্শনীর প্রথম দিন অর্থাৎ, ১২ ফেব্রুয়ারি বিকাল ৩টা ৩০ মিনিটে জনপ্রিয় নির্মাতা প্রসূন রহমানের ‘ডিয়ার সত্যজিৎ’ প্রদর্শিত হবে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রয়াত বিখ্যাত অভিনেতা আহমেদ রুবেল ও মৌটূসী বিশ্বাস। এছাড়া কিছু বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সাঈদ বাবু, সঙ্গীতা চৌধুরী, লাবণ্য চৌধুরী, এহসানুল হক, নুসরাত জাহান নদী, পঙ্কজ মজুমদারসহ আরও অনেকে।
এহসানুল হক
এই চলচ্চিত্রে অভিনীত এহসানুল হক -এর বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানার কাদিরপুর ইউনিয়নে। তার বাবা নেই, মা আছেন। তারা ৩ ভাই ১ বোন এবং ভাই-বোনের মধ্যে তিনিই সবার ছোট। ২০১০ সালে গ্রাম ছেড়ে ঢাকাতে গিয়ে একটি স্কুলে ভর্তি হন। এখন সে ‘স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ -এ ‘ফিল্ম অ্যান্ড মিডিয়া’ বিভাগে পড়ালেখা করছেন। পড়ালেখার পাশাপাশি তিনি থিয়েটার করেন। ছোটবেলা থেকেই তার মিডিয়ার প্রতি আগ্রহ বেশি। ২০২১ সালে পরিচালক ও প্রযোজক প্রসূন রহমানের ‘প্রিয় সত্যজিৎ’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি প্রথম ক্যামেরার সামনে অভিনয় শুরু করেন। এটিই তার প্রথম চলচ্চিত্র। এই চলচ্চিত্রে তার চরিত্রের নাম ছিল অপু। চলচ্চিত্রটিতে কাজ করে তিনি বেশ আনন্দিত।
‘ডিয়ার সত্যজিৎ’ চলচ্চিত্রটির প্রিমিয়ার শো -এর পরে এখনো মুক্তি দেওয়া হয়নি। তবে পরিচালক ও প্রযোজক অতি শীঘ্রই চলচ্চিত্রটি মুক্তি দিবেন বলে জানা যায়।
চলচ্চিত্রটি আন্তর্জাতিক মহলে এরই মধ্যে বেশ প্রশংসিত হয়েছে। ‘কানাডার ভ্যাংকুভার সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভাল’, ‘ইতালির ফ্লোরেন্স ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল’, ‘ভারতের কেরালা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল’ এবং সর্বশেষ ‘টরন্টো ও শিকাগো উৎসবে’ চলচ্চিত্রটি প্রদর্শিত হয়েছে। বাংলাদেশে এর প্রথম প্রদর্শনী হয় ২০২৩ সালের ‘ঢাকা লিট ফেস্ট’-এ। আপাতত প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটির মুক্তির অপেক্ষায় দর্শক ও সিনেপ্রেমীরা।
You cannot copy content of this page