বাংলাদেশ শেখ মুজিব পরিষদ, ফরিদপুর জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারী) বাংলাদেশ শেখ মুজিব পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি মোঃ শুভ হোসেন মাতুব্বর ও সাধারণ সম্পাদক মোঃ সাইমুন ইসলাম (মোল্লা) এই কমিটি ঘোষণা করেন।
ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি করা হয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সদরপুর উপজেলা শাখার বর্তমান সাধারণ সম্পাদক সবার প্রিয় মুখ রোমান মিয়া সজীবকে।
ফরিদপুরের তরুন রাজনীতিবিদ সজীব রাজনীতি ও রাজপথে অত্যন্ত পরিচিত। রাজনৈতিক অঙ্গনে তিনি ত্যাগ, তিতীক্ষা ও সংগ্রাম করেছেন। মুজিব রনাঙ্গনের এই সৈনিক কখনো নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হননিযে। রাজপথে তার অকুতোভয় সংগ্রাম ছিল আপোষহীন। যেখানে অন্যায় অত্যাচার, অপরাধ, দুর্নীতি, দুঃশাসন সেখানেই নির্ভীক সাহসী সজীবের পদচারণা। যিনি সত্যের সন্ধানে নির্ভীক সাহসী রাজনীতিবিদ, জীবনে সুখ, বিলাস, লোভ, মোহ ও ত্যাগের প্রতীক। সহজ সরল জীবন কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদি। অপরাধ মুক্ত সমাজ প্রতিষ্ঠার অপ্রতিদ্বন্দ্বী। অন্যায়ের সাথে কখনোই আপোষ করেন না যিনি তিনি আর কেউ নয়, তিনি সদরপুর উপজেলার প্রিয় মুখ রোমান মিয়া সজীব।
রোমান মিয়া সজীব নম্র, ভদ্র, বাচন ভঙ্গি, শুদ্ধ উচ্চারণ, উত্তম চারিত্রিক গুণাবলী, প্রাণবন্ত ও ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ। তাঁর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তার সৃজনশীলতা। প্রকাশভঙ্গী, নম্র ও কোমল আচরণের জন্য তিনি সকলের কাছে সমান সমাদৃত। সবসময় ইতিবাচক মানসিকতা পোষণ করেন এই রাজনীতিবিদ। অল্প বয়সে এতো সাফল্যের পেছনের সূত্র মনে করেন ‘ইতিবাচক থাকা’কে। দেশকে নিয়ে প্রচন্ড আশাবাদী তিনি। সমৃদ্ধ এবং উন্নত এক দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন রোমান মিয়া সজীব।
রোমান মিয়া সজীবকে বাংলাদেশ শেখ মুজিব পরিষদ, ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি করায় বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সদরপুর উপজেলা শাখা ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অভিনন্দন জানিয়েছেন।
তার এ অর্জনে অভিনন্দন জানিয়েছেন বন্ধু বান্ধব ও শুভাকাঙ্কীরা। পাশাপাশি ফেসবুকে ছবি পোস্ট করে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সদরপুর উপজেলা শাখা ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অভিনন্দন জানিয়েছেন।
অপরদিকে রোমান মিয়া সজীবের এই অর্জনে তার পরিবারে খুশির আমেজ বিরাজ করছে।
You cannot copy content of this page