দেশের ২৭ প্রেক্ষাগৃহে ৯ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে ‘পেয়ারার সুবাস’। এবার সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে অস্ট্রেলিয়ায়।
আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে জয়া আহমেদ, আহমেদ রুবেল, তারিক আনাম খান অভিনীত সিনেমাটি চলবে দেশটিতে।
প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওজ সংবাদ বিজ্ঞতিতে জানায়, HOYTS (হয়টস্) Bankstown হলে এবং ১৮ ফেব্রুয়ারি (রোববার) দেখানো হবে Campbelltown এর Dumaresq (ডুমারেস্ক) Street Cinema তে। সময়সূচি পেতে ভিজিট করতে হবে বঙ্গজ ফিল্মস’র ওয়েবসাইট।
নূরুল আলম আতিক পরিচালিত ৯২ মিনিটের এই সিনেমায় আরো রয়েছেন সুষমা সরকার, দিহান, নূর ইমরান মিঠুসহ আরও অনেকেই।
সিনেমাটি মুক্তির দুদিন আগে প্রিমিয়ারে আসার ঠিক আগে গাড়ি থেকে নামতে গিয়ে পড়ে যান অভিনেতা আহমেদ রুবেল। পরে বেরসরকারি একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে ঘোষণা করেন।
‘পেয়ারার সুবাস’ নির্মাণ সংস্থা জানিয়েছে, এই সিনেমাটি উৎসর্গ করা হয়েছে সদ্য প্রয়াত অভিনেতা আহমেদ রুবেলকেই!
এর আগে ২০২৩ সালে আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ মস্কো ফিল্ম ফেস্টিভ্যালের ৪৫ তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে অফিসিয়াল সিলেকশন পেয়েছিল ‘পেয়ারার সুবাস’।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page