দেশের মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য এ. কে. আজাদ।
মঙ্গলবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার মাল্টিপারপাস মিলনায়তনে হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়ন এটি আয়োজন করে। এ সময় দেশের প্রথম “ই-ট্রাফিক জরিমানা কালেকশন” প্রক্রিয়া উদ্বোধন করেন তিনি।
হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে এ. কে. আজাদ বলেন, সবাই তার কাজের মধ্যে আত্মতৃপ্তি দেখাতে চায়। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সেটা সম্ভব হয়। প্রত্যেকটা সংগঠনের কাছে আমার অনুরোধ, এ শহরে কোনোভাবেই যেন আর কোনো চাঁদাবাজি না হয়। আমরা যেন আইনকে তার নিজস্ব গতিতে চলতে দেই।
তিনি বলেন, স্মার্ট ফরিদপুর গড়তে হলে ফরিদপুরের সাংবাদিক, পুলিশ, প্রশাসনসহ সব নেতৃবৃন্দকে একত্রে কাজ করতে হবে। সেই সাথে প্রয়োজন রাজনৈতিক সহযোগিতা। সকলের সহযোগিতায় আমরা সুখী-সমৃদ্ধ, মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত ফরিদপুর গড়ব।
এ. কে. আজাদ বলেন, হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়নের আওতাধীন এলাকায় তারা সার্বক্ষণিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে। এ রিজিয়নে ২০২৩ সালে ৪১০টি সড়ক দুর্ঘটনা হয়। এতে ২৮১ জন মৃত্যুবরণ করেন। এর মধ্যে যাত্রী ১৩১ জন, পথচারী ৭৪ জন, চালক ৭৩ জন এবং চালকের সহকারী ৩ জন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ৫৯৭ জন। এসব ঘটনায় ২৪৩টি মামলা হয়েছে। এ অঞ্চলের যানবাহনের বিরুদ্ধে ২৫ হাজার প্রশিকিউশন মামলা করে ৮ কোটি ৬৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সড়কে আমরা আর কোনো দুর্ঘটনা চাই না, জরিমানাও দিতে চাই না। এজন্য আসুন আমরা নিজেরা সচেতন হই, আইনকে সম্মান করি।
তিনি আলোচনা সভার মধ্যে ঢাকায় হাইওয়ে পুলিশের কেন্দ্রীয় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের কাছে মাদারীপুর রিজিয়নের কাজকে গতিশীল করতে নিজস্ব ভবন নির্মাণ ও যানবাহনের সল্পতা দূর করার প্রস্তাব রাখেন।
তিনি বলেন, আমার কাছ থেকে কোনো মানুষ যেন সেবাবঞ্চিত না হয়, সেজন্য আমি ভোরে ফরিদপুরের পথে রওনা দেই। সারাদিন ফরিদপুরের মানুষের কাছে থেকে বিকেলে ঢাকা গিয়ে সংসদে যোগদান করি।
তিনি আরও বলেন, মানুষের জন্য কাজ করতে প্রয়োজন নিজের সদিচ্ছা ও সকলের সমন্বিত সহযোগিতা।
এর আগে এ. কে. আজাদ কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ও হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়নের যৌথ চুক্তির মাধ্যমে দেশের প্রথম “ই-ট্রাফিক জরিমানা কালেকশন” প্রক্রিয়াটি উদ্বোধন করেন। এখন থেকে কমিউনিটি ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডাররা ডেবিট অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে তাদের জরিমানার টাকা পরিশোধ করতে পারবে। এ ছাড়া কিউআর কোডের মাধ্যমেও টাকা পরিশোধ করা যাবে। সারাদেশের জেলা ও মেট্রোপলিটন এলাকায় পর্যাক্রমে এ ব্যবস্থা চালু করা হবে বলে জানান হাইওয়ে পুলিশের কর্মকর্তারা।
হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খানের সভাপতিত্বে ও ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ আব্দুল্লাহেল বাকীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমদাদ হুসাইন, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান সুমেল, জেলা বাস মালিক গ্রুপের সভাপতি খন্দকার আব্দুর রাশেদ, জেলা মিনিবাস মালিক গ্রুপের সভাপতি বজলুর রশিদ ও ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি জুবায়ের জাকির।
এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শওকত আলী জাহিদ, সদস্য আবুল বাতিন, চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান শামসুন নাহার মুহিত, স্থানীয় ডিক্রিরচর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদি হাসান মিন্টু, ব্যবসায়ী ও সমাজসেবক শোয়েবুল ইসলাম, কমিউনিটি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জাহির আহমেদ, আইটি বিভাগের এভিপি ফাইম উল আওয়াল, আমিরুল ইসলামসহ হাইওয়ে পুলিশ মাদারীপুর অঞ্চলের বিভিন্নস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মঞ্চে “ত্রুটিপূর্ণ যানবাহন সড়কে চলাচল করাই দুর্ঘটনার প্রধান কারণ” শিরোনামে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ফরিদপুর এবং পাংশা সরকারি কলেজ রাজবাড়ির দুটি দল অংশগ্রহণ করে। প্রতিযোগীতায় পাংশা সরকারি কলেজ জয়ী হয়। প্রতিযোগীতায় বিচরক হিসেবে ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমদাদ হুসাইন, সরকারি রাজেন্দ্র কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং প্রথম আলো ফরিদপুরের স্টাফ রিপোর্টার পান্না বালা।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page