শিবচর উপজেলার চরশ্যামাইল এলাকায় আগুনে সিদুরের কারখানা ও গোডাউনসহ পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার রাতে বেলা ১২টার দিকে সিদুর ব্যবসায়ীর প্রতিষ্ঠানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রবি মন্ডল জানান, চারটি কক্ষ তৈরি করে, তা কারখানা দিয়েছিলেন।রাতে কারখানায় আগুনে সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।
রাত ১২টায় হঠাৎ একটি ঘরে আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করে। পরে মুহূর্তেই আগুন পাশের তিনটি কক্ষে ছড়িয়ে পড়ে।
শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার তপন কুমার ঘোষ সাংবাদিকদের জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বিদ্যুৎ শর্টসার্কিট থেকে লেগেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page