ঢাকাস্থ আশুলিয়ায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিককে হুমকীর ঘটনায় প্রেসক্লাব- সুন্দরগঞ্জ (গাইবান্ধা)'র পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। বুধবার তীব্র নিন্দা ও প্রতিবাদসহ সুষ্ঠু তদন্ত সাপেক্ষে হুমকীদাতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, হুমকী কবলিত সাংবাদিকের সার্বিক নিরাপত্তাদানে প্রশাসনের নেক দৃষ্টি দাবী করেছেন অত্র ক্লাবের সভাপতি ও ঢাকা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক। এছাড়া, প্রেসক্লাব-সুন্দরগঞ্জ'র সহ-সভাপতি দছিজল হক, সহ-সাধারণ সম্পাদক নূর আলম আজাদ, সাংগঠনিক সম্পাদক নূরে শাহী আলম লাবলুসহ বিভিন্ন পদস্থ সদস্যগণের মধ্যে মনীষ সরকার, মানিক চন্দ্র বর্মণ, মাহবুর আলম সরকার, নূর আলম সিদ্দিকী, আবু বকর ছিদ্দিক, জাহাঙ্গীর আলম, ইসলামুল হক প্রমূখ। উল্লেখ্য, ঢাকাস্থ সাভার উপজেলার আশুলিয়ায় অবস্থিত দি ল্যাব এইড হাসপাতালে 'ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, টাকার বিনিময়ে হাসপাতাল কর্তৃপক্ষের সমঝোতা' -শীর্ষক শিরোনামে গত মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) আমাদের বাংলাদেশ ডটকম ও দৈনিক সকালের বাংলাদেশ পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এরই জের ধরে হাসপাতাল কর্তৃপক্ষ অকথ্য ভাষায় গালাগালি ও ভয়-ভীতি প্রদান করে হুমকী দেন। বুধবার (১৪ ফেব্রুয়ারী) বিকেলে সংশ্লিষ্ট সংবাদদাতা সোহরাব হোসেন নিরাপত্তা চেয়ে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন। যার নং-১৪৭৫ বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page