"ক্রীড়াই শক্তি নেশা থেকে মুক্তি" এই শ্লোগানকে সামনে রেখে শিবচরে মাদবরেরচর ইউনিয়নের উত্তর-বাখরের কান্দি ৬ নং ওয়ার্ডের যুব সমাজের উদ্যোগে এক বিরাট শর্টপিস নাইট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৮ টায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শর্ট পিস নাইট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। আবু জাফর বেপারীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলার শিক্ষক সমিতির সভাপতি ও পাঁচ্চর বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব- আলহাজ্ব সামসুল হক মুন্সী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব কবির হোসেন রতন মোড়ল। জলিল মোড়ল ও লিটন চোকদার সঞ্চালনায়, এ সময় উপস্থিত ছিলেন, আমন্ত্রিত অতিথিরা তারা হলেন মাদবরেরচর ইউনিয়নের যুগ্মসাধারণ সম্পাদক জনাব খোকা মাদবর, ৭ নং ওয়ার্ডের মেম্বার বাদল মাদবর, মজনু মাদবর, মিন্টু খা,দেলোয়ার খলিফা, ইলিয়াজ চাকদার, বাশার মাস্টার, দেলোয়ার মোড়ল, আক্তার চোকদার, মালেক চোকদার, কোহিনুর চোকদার। খেলা আয়োজন করেছেন শহীদ চোকদার, জাফর বেপারী ও লিটন চোকদার।
প্রধান অতিথি জনাব আলহাজ্ব সামসুল হক মুন্সী বলেন -শিক্ষার্থীরা যদি লেখাপড়ার সঙ্গে খেলাধুলায় মগ্ন থাকে তাহলে অনৈতিক কর্মকান্ড, সন্ত্রাস, মাদক তাদের স্পর্শ করতে পারবে না। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তোলে। খেলাধুলা শিক্ষার্থীদের মনকে উৎফুল্ল করে। যার ফলে বৃদ্ধি পায় শিক্ষার হারও। তাই সুস্থভাবে জীবন-যাপন করতে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যেতে হবে। সু-নাগরিক হতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই।
বিশেষ অতিথি হিসেবে কবির হোসেন রতন মোড়ল বলেন-"খেলাধুলা বাড়ায় বল মাদক ছেড়ে খেলতে চল"শিক্ষার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নাই। কেউ যদি ভালো খেলে তাহলে তাকে শেখ জামাল ক্লাবে খেলার সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এবং ভালো খেলোয়াড় কে অর্থনৈতিকভাবে সহযোগিতা করারও কথা বলেন। ভালো খেলায় দুইজন খেলোয়ার কে তিনি ২০০০ টাকা নগদ পুরস্কার দেন।
ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন ফারুক মাস্টার ।
ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ১৯ ইঞ্চি এলইডি টেলিভিশন এবং রানার্সআপ জন্য ১৭ ইঞ্চি এলইডি টেলিভিশন ।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page