মাদারীপুর জেলার শিবচরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দলিল উদ্দিন মাদবর (৫৫) নামে একজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গুরুতর অবস্থায় তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের সরকারের চর গ্রামে এঘটনা ঘটে।
আহত দলিল উদ্দিন মাদবর ওই গ্রামের রহম আলী মাতুব্বরের ছেলে। এ ঘটনায় আহতের ভাই আবুল কালাম আজাদ বাদী হয়ে শনিবার রাতে শিবচর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার সুত্রে জানা যায়, দুপুরে আবুল কালাম আজাদ ও তার ভাই দলিল উদ্দিন মাদবর শিবচর থেকে বাড়ি ফেরার পথে তাদের বাড়ির একটু দুরে ভ্যান থেকে নামেন।পরে পায়ে হেঁটে বাড়ি আসার পথে বাড়ীর সামনে পৌঁছামাত্র পূর্ব হইতে ওৎ পেতে থাকা পার্শ্ববর্তী বাঁশকান্দি ইউনিয়নের ছলেনামা গ্রামের টুকু মাদবর ও তার ভাই আকমাল মাদবর, রাজা মিয়া মাদবরসহ ১০ থেকে ১১ জন লোক তাদের রামদা, ছেনদা,বাঁশের লাঠি, শাবল হাতে নিয়া রাস্তার উপর ফেলে দিয়ে এলোপাথাড়ী ভাবে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে।এতে দলিল উদ্দিন মাদবর গুরুতর আহত হয়ে সেখানে পরে থাকেন।পরে তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন,এবং কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
আহতের ভাই আবুল কালাম আজাদ বলেন, তার আগে থেকে পরিকল্পনা অনুযায়ী আমার ভাইকে হত্যার উদ্দেশ্য মারপিট করে।পিটিয়ে, কুপিয়ে গুরুতর আহত করে।আমি এঘটনা তদন্ত করে দোষীদের বিচার দাবী করছি।
এবিষয়ে টুকু মাদবরের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত গোলদার বলেন, এবিষয়ে থানায় একটি মামলা করেছে আহতের ভাই। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page