মাদারীপুর শিবচরে ট্রেনে কাটা পড়ে আব্দুল্লাহ আল মাহমুদ (১০) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার (১৮ ফেব্রুয়ারী) সকাল ১০টার দিকে দলিল উদ্দিন মুন্সি বাজার নামক স্থানে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আব্দুল্লাহ আল মাহমুদের মৃত্যু হয়।
মৃত আব্দুল্লাহ আল মাহমুদ কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর হাকিম আলী বেপারী কান্দির মো. জাহাঙ্গীর মোল্লার ছেলে।
মাহমুদ স্থানীয় ইকরা রওজাতুল উলুম মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনে দুর্ঘটনাটি ঘটেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকালে আব্দুল্লাহ আল মাহমুদ মাদ্রাসা যাওয়ার জন্য ঘর থেকে বের হয়। এরপর মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে কয়েক জন মিলে রেললাইন উপর দিয়ে হাটাহাটি করে। হঠাৎ ট্রেন আসতে দেখায় রেললাইন পার হচ্ছিলেন সবাই। সাথে থাকা অন্যরা পার হতে পারলেও মাহমুদ তাৎক্ষণিকভাবে পার হতে পারেনি। এ সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ভাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এস আই মো. নজরুল ইসলাম বলেন, নিহতের খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত পুলিশ সুপার স্যারের অনুমতি ক্রমে মরদেহ সুরতহাল করে ময়নাতদন্ত বিহীন পরিবারের নিকট হস্তান্তর করেছি।
You sent
You cannot copy content of this page