মাদারীপুরের শিবচর ঐতিহ্যবাহী মাদবরেরচর রহিমউদ্দিন মাদবর উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী)দিনব্যাপী বিদ্যালয়ের আয়োজনে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। গ্রাম-বাংলার ঐতিহ্যকে স্মরণ করতেই শিক্ষক-শিক্ষার্থীরা মিলে এ উৎসবের আয়োজন করেছেন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: রফিকুল ইসলামের সঞ্চালনায় ও সহকারী শিক্ষক মামুন মিয়ার সহযোগিতায় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন পিঠা উৎসব।
পিঠা উৎসব ঘুরে দেখা যায়, বিদ্যালয়ের আঙিনায় ৫টি স্টল সাজানো হয়েছে নানা রকমের পিঠা দিয়ে। নকশি, চিতই, রস পিঠা, ডিম চিতই, দোল পিঠা, ভাপা পিঠা, পাটিসাপটা, পাকান, আন্দশা, কাটা পিঠা, ছিট পিঠা, গোকুল, ইলিশ পিঠা, চুটকি, মুঠি, জামদানি, হাড়ি পিঠা, চাপড়ি, পাতা পিঠা, ঝুড়ি পিঠাসহ নানা স্বাদের পিঠা।
দশম শ্রেণির শ্রেণির শিক্ষার্থী আয়েশা জানায়, ‘বাহারি রকমের এতো পিঠা একসঙ্গে কখনো দেখা হয়নি। আজ ক্লাস নেই। শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে পিঠা খাচ্ছি, বিক্রি করছি। এতে আমাদের খুব আনন্দ হচ্ছে।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মোতালেব শিকদার বলেন, ‘পিঠা-পুলি আমাদের লোকজ ও নান্দনিক সংস্কৃতিরই প্রকাশ। শহর কেন্দ্রীয় জীবন জীবিকার কারণে এই দেশজ উৎসব কমে গেছে। পিঠা উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা বাঙালির নানা রকমের পিঠার সঙ্গে পরিচিত হতে পারে।’
এসময় বাংলাদেশ শিক্ষক সমিতির মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও স্থানীয় পাচ্চর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সামসুল হক,বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক সদস্য আব্দুল হালিম রাড়ি, পূর্ব সন্ন্যাসীর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী,বাখরের কান্দি পদ্মা সেতু পূর্নবাসনকেন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সৈয়দ তারেক, মাদবরেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আশরাফুল আলম মুকল প্রমূখ উপস্থিত ছিলেন।
পরে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উৎসবে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক পরিবেশনা।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page