মাদারীপুর জেলার শিবচরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেস হাইওয়েতে ট্রাকের সাথে বাসের সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। নিহত ওই ব্যক্তির নাম মো.রিয়াজুল। তিনি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার জুরকাঠী এলাকার আ.সালাম মিয়ার ছেলে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১ টার দিকে তার মৃত্যু হয়।
এছাড়া নিহত অন্যরা হলেন, বরিশাল জেলার উজিরপুর উপজেলার নারিকেলী এলাকার নিরঞ্জন বাড়ৈর ছেলে স্বপন বাড়ৈ(৪৪), সিরাজগঞ্জ সদরের আতাউর রহমানের ছেলে মাহাবুবুর রহমান(২৮) এবং পটুয়াখালী জেলার বাউফল উপজেলার পাতিলাপাড়া এলাকার জাকির হোসেন তালুকদারের মেয়ে নুসরাত জাহান শান্তা(২৬)। এছাড়া গুরুতর আহতাবস্থায় এক শিশুসহ কমপক্ষে ১০ জনকে ফরিদপুর, ভাঙ্গা ও পাঁচ্চর এলাকার হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর বাজার সংলগ্ন এলাকার সড়কে হানিফ পরিবহনের বরিশালগামী বাসটি দ্রুতগতিতে অপর একটি বাসকে অতিক্রম করতে গেলে সামনে থাকা ট্রাকের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মালবাহী ট্রাকটি উল্টে পাশের সার্ভিস সড়কে পরে যায়। এবং মহাসড়কের উপর দুমড়ে-মুচড়ে পরে যাত্রীবাহী বাসটি। এসময় ঘটনাস্থল থেকে দুইজন এবং হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এছাড়া রাত সাড়ে ১১ টার দিকে ঢাকা মেডিকেলে মারা যায় আরও একজন।
দূর্ঘটনায় দুই বছরের এক শিশুসহ গুরুতর আহত হয়েছে কমপক্ষে ১০ জন। আহত ওই শিশুটির মা ঘটনাস্থলেই মারা গেছে বলে জানা গেছে। এছাড়া বাবা গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন। এই পরিবারটি ঢাকা থেকে পটুয়াখালী যাচ্ছিল শিশুটির অসুস্থ্য নানাকে দেখতে।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page